Sunday, January 1, 2012

পূর্বরাগ

মুছে যাক পূর্বরাগ 
আমি আজ আমি হতে চাই 
সুন্দর ধরায় তবু 
কেন আমি নিজেরে হারাই|

প্রতিটি ফুলের গন্ধ 
প্রতিটি পাখির কলরব 
জগতের  ভালোমন্দ 
করে যাব আজি অনুভব  
আমি যেন আমি হয়ে
 বুঝে যেতে পারি এই সব |

ধন প্রাণ সবই যাক 
কিছু নাহি তাতে এসে যায়
 আমার আমিত্ব যদি 
সদা মোর সকাশে দাড়ায় |

একটু ক্ষণের দেখা 
উপলব্ধি করি বহুক্ষণ |
পুলকিত হয় দেহ
হরষিত হয়ে ওঠে মন |

আমার চেতনা যেন
 আমা মাঝে আসে আজ ফিরে
হারিয়ে না যায় কভু 
শত শত মানুষের ভিড়ে |