Wednesday, April 30, 2014

এযুগের মে দিবস

শোষক তুমি যতই আমার রক্ত চুষে খাও
তবুও আমি বলব না মোর কর্তা চেয়ার মাও
দ্বন্দ্বমূলক বস্তুবাদের যতই বাড়াও দাম
চোখ পাকিয়ে যতই তাকাও হইবনাকো বাম

সাম্যবাদের বার্তা দিয়ে যতই মারো দাঁও 
স্পষ্ট তোমার স্বরূপ এখন। যেইখানেই পালাও 
কেন্দ্রীকরণ তত্ত্ব এবার সত্যি হলো ফেল 
পড়ছিল বেশ সেই সুযোগে তেলা মাথায় তেল   

সাম্রাজ্যের জুজুর ভয়ে যতই কর ত্রস্ত 
শ্রমিকশ্রেণী তোমার পরে আজকে খড়গহস্ত 
সার্বভৌম রাষ্ট্র গঠন গরিব গেল খোয়া 
সবার কাছে স্পষ্ট এখন কে হলো বুর্জোয়া 


Tuesday, April 29, 2014

নব অরুণোদয়

দুঃসময়ের কঠিন প্রাপ্তি ভাবনার অবক্ষয়
স্বপ্ন দেখতে চাইলে আজকে দু চোখ মেলতে হয়
ভীরু চোখে চাই পৃথিবীর পরে স্বপ্নবিলাসময়

অন্ধকুপেতে বদ্ধ হওয়ার যন্ত্রণা ক্ষণে ক্ষণে 
প্রত্যহ করি সে যাতনাভোগ জানি তার নিরসনে 
চিরনতুনের বার্তা মিলবে সত্যের অন্বেষণে 

মৃতপ্রায় রূপে বেঁচে থাকবার করেছিনু অভ্যাস 
তবু কেন মনে সন্দেহ জাগে কিসের দীর্ঘশ্বাস 
কিসের তরে যে দেখিবারে করি নব অরুণের আশ 

ভাবনাবিমুখ ছিল না কো সুখ তাই তো অকুতোভয়  
আত্মবিলাপে রত নই আর, করি নব প্রত্যয় 
শিখতে বসেছি কিভাবে আবার স্বপ্ন দেখতে হয়


Sunday, April 13, 2014

আমার ভাবনা

আমার ভাবনা শিমুলতুলো বুক ফুলিয়ে আসে 
দুনিয়া তাকে উড়িয়ে বেড়ায় আচমকা নিঃশ্বাসে 
ছড়িয়ে পরে এখান সেখান অচিন কোনো পুরে 
ভাবনা আমার সুদূর সেথায় একলা চলে ঘুরে

ভাবনা আমার শুকনো পাতা হেমন্ত বাতাসে 
ঝরার পরে আবার কখন স্নিগ্ধ হাওয়ায় ভাসে 
আবার কোনো নতুন পাতা একই পথে যায় 
ঋতুর সাথে জীবন যে তার একই তরী বায় 

Thursday, April 3, 2014

চাহি নাই

আমি তোমায় মনে থেকে ঠিক চাইনি
তবুও কেন কথার ফাঁকে 
তোমার আবেগ জমতে থাকে
সেই আবেগে ঘা দিতে আজ ভুলেও পা বাড়াইনি 

কতই কর ঘর বানাবার সখ স্বাধ 
পথের পরে গল্প কর 
হোচট খেয়ে আঁকড়ে ধর 
গুস্সা করে কতই দেখাও মনমোহিনী আহ্লাদ 

আমিও তোমায় ইঙ্গিতখান দিইনি 
নিইনি টেনে বুকের মাঝে 
বকিওনিকো সকাল সাঁঝে 
মুখ না খুলে বার্তা দেওয়া কক্ষনো শিখিইনি 

হয়তো করেই চলেছি সেই অন্যায় 
সত্যি কথা বলতে যে হায় 
কষ্ট লাগে, দুঃখ পাওয়ায় 
দিইনি তো মন তোমায় তবু আমার দেখি মন নাই





রাত্রিভ্রমন

চল আজ ঘুরতে বেরই হাত ধরে 
কালো মেঘ যতই উঠুক ডেকে 
আসলে সে হিংসে করে আজ মোদের 
পরে আছে মন খারাপের ঠেকে 

চারিপাশে যতই থাকুক অন্ধকার 
তারই মাঝে আমরা দুজন হাঁটি 
এরই সাথে বৃষ্টি পড়ছে দুর্নিবার 
চাঁদের আলো চুমছে সিক্ত মাটি 

খেলা চলে চোখ ধাঁধানো বিদ্যুতের 
সে আলোয় স্পষ্ট হলো পথ 
জানি শেষে রাস্তা বাঁকবে দুইজনের  
সে কারণে মোদের গতি স্লথ