Monday, September 30, 2013

দ্বন্দ্ব

সুচিন্তিত প্রশ্ন করি,
আয়নাটাকে সামনে ধরি,
তোমায় আমি চিনতে শেখাই আপনাকে ।
নিজের বেলা অষ্টরম্ভা ।
নিজেই আমি কি রকম বা 
সেই কথাটা বুঝতে ভীষণ সাধ জাগে ।

আয়নাটাকে ঘুরিয়ে রাখি ,
আপনাকে আজ দিচ্ছি ফাঁকি ।
নিজের সাথেই ছায়াবাজির আনন্দ 
পাচ্ছি কিন্তু চাইছি কি আর, 
প্রশ্ন শুনি আপন হিয়ার 
বুঝছি কিন্তু এড়িয়ে যাচ্ছি সে দ্বন্দ্ব ।

প্রশ্নটা আজ হয়তো মনের । 
আত্মপক্ষ সমর্থনের 
সাধ জাগেনা তাই তো খুলে লিখছি আজ । 
নিজের ত্রুটি নিজের দোষকে 
যতই জানাই দেদার লোক কে 
ঘুচবে কি আর আপন মনের দ্বন্দ্ব,  লাজ ?

Tuesday, September 24, 2013

বাবা

এখনো মনে ইচ্ছে জাগে বাপগাছেতে চড়ি,
পূজার বেলা খেলনা হাতে কোলেই বসে পড়ি ।
হয়তো আমি বড্ড বড় হয়েছি তবু আজও
ইচ্ছেগুলো দাবিয়ে দিতে থোড়াই কেয়ার করি ।

বাবুম বলে ডাকবো নাকো হয়তো কোনো কালে,
হয়তো নকল করব না আর কথায় চলন চালে,
হয়তো কভু পড়ব নাকো একই ছিটের জামা,
হয়তো কাব্য লিখব না আর একই ছন্দে তালে ।

গায়ত্রীরই মন্ত্র আজও মনের কোনে বাজে,
চিরটি দিন থাকবে তুমি আচার্যেরই সাজে,
রক্তে যে ধন রয়েই ছিল এই জনমের মতো
তাকেই দৃঢ় করলে রাশিবিজ্ঞানেরই কাজে ।

Saturday, September 21, 2013

বর্ণহীন

নীল রঙ প্রিয় বা অপ্রিয়,
সে প্রশ্ন আজ অবান্তর, 
হয়ত সে আমাদের কাছে 
নিতান্তই অকিঞ্চিৎকর। 

সে রঙের খবর রাখিনা 
কখন সে হয়ে গেল ফিকে 
বা আদৌ হলো কি হলো না,
প্রশ্ন করি আমার আমিকে ।

চেয়েছে সে বিশেষ নজর 
বলেনি তা, ভেবে দৃষ্টিকটু 
ভালবাসা চাইতে সে আজও 
রয়ে গেল একান্ত অপটু ।