Wednesday, September 16, 2020

জানালা


আমাদের এই ছোট্ট একটা জানলা, 
ভালবাসা এসে দুপুরবেলায় বসে, 
অনিয়মের এই নিয়মমাফিক প্রহরে
জমকালো রোদে সন্ধ্যাতারারা খসে। 

ফাঁকা অবসর খুঁজে ফেলি দুইজনে 
প্রচণ্ড ভিড়ে প্রেমালাপ ফিসফিস, 
সেখানে আমরা কল্পনার কেবিনে 
একসাথে করি সোহাগসিক্ত উইশ!

চোখের আলোয় ক্ষুদ্র আকার আয়না 
ভালোবাসা ফিরে ধাঁধিয়ে দিয়েছে চোখ। 
প্রেম যদি একে বলে তবে কিছু চাই না, 
এইভাবে বাকি জীবন কাটানো হোক।  

Wednesday, September 9, 2020

বিসর্জন

এবার হয়তো ফুরিয়ে এসেছে আমাদের সব বার্তা,  
যতটুকু আছে আগামীর শ্রোতে শুনতে পাবে না আর তা।
হারিয়ে যাচ্ছে এই অছিলায় জীবনের সব কাব্য, 
ছন্দ হারাই, শব্দ হারাই - কী বা নিয়ে আর ভাবব’! 

মুড়িয়ে দেব কি নোটেগাছটুকু, বুঁজিয়ে দেব কি জলাশয়-  
প্রশ্ন, আমার ব্যবহারে আজ এ কথা কি তোর মনে হয়? 
সমঝোতা আমি করতে চাই না জীবনের চৌমোহনায়, 
আর সব কিছু যেমন হয়েছে, চাই না এ হোক কোন দায়। 

হয়তো আবার হেরে যাব সেই, সমাজের কাছে নির্বাক, 
বাকি সময়টা চলে যাবে করে আত্মমননে পরিতাপ! 
হয়তো ভাবিস একই কথাটা, নীরবে থাকিস শরমে
কুশণ্ডিকার চিতায় সাজিয়ে মরে যাব তাই মরমে। 

বলতে পারিনি নিজের স্বভাবে, দোষ তাই আর কাকে দিই! 
এই জীবনের ব্যর্থতা সব সত্য বলতে নিজেরই! 
সিদ্ধান্তেতে দোনামোনা করে বাতুলতা আজ সন্তাপ, 
কবেই আমি সে পেরিয়ে এসেছি বিপথে যাবার শেষ ধাপ।