Tuesday, January 3, 2023

সময়কাল

 মুরুব্বীরা বলবে অনেক কথা, 

অভিজ্ঞতার সাক্ষ্য রাখা চাই। 
শুনে নিও, কাজ কী প্রতিবাদে? 
সময় নষ্ট, বদলাবে কী ছাই! 

চলবে সবাই নিজের মর্জিমত, 
এইভাবেই তো সমস্ত যুগ চলে, 
কেউ বা ডাইনে, কেউ চলেছে বাঁয়ে, 
যৌবনের এক অবাধ্যতার দলে। 

তারাও জানে, তবুও কিছু বলা, 
অভ্যাসেরই দোষের জন্য তবে, 
এইভাবেই তো সমাজ চলার রীতি, 
কাউকে তো চালিয়ে যেতে হবে। 

তোমাদেরও একই গতিপথ 
যতোই এগোও বার্ধক্যের দিকে, 
সময় দেখাই অদ্ভুত এই খেলা, 
যার কাছে সব আদর্শ হয় ফিকে। 

ছন্দভাঙা


প্রতিদিন শুধু সাবধান হয়ে চলা, 
প্রতিদিন হাঁটা সেই চেনা রাস্তায়; 
অনুশাসনেতে শরীর হয়তো আছে, 
অনুসূচি মেনে জীবন চালানো যায়? 

প্রাতঃকৃত্য কোকিলের ডাক শুনে
একদিন যদি বলে ওঠে ধুর শালা, 
অনেক শুঁকেছি ভোরের গন্ধ, আজ 
আয়েশের সাথে দিবানিদ্রার পালা! 

সিনানের সাথে ভাব-ভালোবাসা থাক, 
মধ্যাহ্নের নিয়মের সাথে আড়ি। 
কলকব্জারা হরতাল ডেকে দেবে? 
সেসবে আমার বয়েই গিয়েছে ভারি। 

আমিও তাদের সঙ্গে থাকব তীরে, 
মিছিল বেরোবে, সাথে নিয়ে দাবি-দাওয়া। 
এখনো তাদের এজেন্ডা নেই কোন, 

নিয়ম ভাঙায় এটাই উপরি পাওয়া।