Saturday, May 11, 2013

যুগ যুগের গোপাল

কোন খানেতে যাবে
কিসের সাথে কি মিলিয়ে ছন্দের ডাক পাবে
কিসের যে ছাই কপাল
পায়না নাড়ু, আজও তবু নামখানা তার গোপাল
কখনো মেষ চড়ায়
কখনো সে সাইবার'এ তে প্রযুক্তিবাদ পড়ায়
করছে কত দাবি
তিন মাসেতেই শিখিয়ে দেবে প্রযুক্তির নবাবি

জজ্মানিতেও দড়
কষ্ট করে কেষ্ট পেয়ে গীতায় সড়গড়
চণ্ডীপাঠেও চোস্ত
ভাতের পাতে রোজই সে পায় টাটকা আলুপোস্ত

মিলছে নাকো ননী
চুরি করার পক্ষে সে আজ অনেক বেশি ধনী
হয় কি তাহার দুঃখ ?
এই ধরনের অনুভূতির প্রভেদ আজও সূক্ষ্ম ।

Monday, May 6, 2013

আস্তানা : কারোলান

দিনমণি অস্তাচলে 
কারোলানে চল যাই 
দরোজা খুলেই সেথা 
বলতে হয় হ্যালো হাই ।

কখনো বা নমস্কার 
কখনো দু হাতে তালি 
কখনো বা নতশিরে 
পধারো জনাবে আলী ।

বাঁয়ে ঘুরে পেয়ে যাই 
চিঠিদের সন্ধান
নামহীন পত্র পেয়ে 
হই নাকো সন্দিহান 

কতশত ব্যাঙ্ক'এর 
অনর্গল প্রলোভন । 
লোভ লাগে, বাঁচতে যে 
টাকাটারও প্রয়োজন ।

ইন্টারনেট সহযোগে 
কেবল টিভির ডাক ।
তোমাদের ভালবাসা 
পেয়ে আমি হতবাক ।

Sunday, May 5, 2013

আন্তর্জালিক পদ্য

যখনই  আমার অভীপ্সা জাগে  internet'এ বসার 
আমার আসল আমিটাই যেন হয়ে ওঠে ফের অসার 
কোন সুদূরের অজানা সত্ত্বা 
গ্রাস করে আজ করেছে হত্যা 
সেই কি কারণ আজকে আমার অন্ধকারের দশার ?

কেন যে শুধুই হারিয়ে গিয়েছে কোন স্বপনের জন্য 
নিজের আবেগ আকাঙ্ক্ষা সব হয়েছে আজ নগন্য 
সময় পেলেই মেইল ফেইসবুক 
মস্তিষ্কের তীব্র অসুখ 
জ্ঞানপাপী তবু মনিটরে ফের বসেই আজিকে ধন্য ।

দুই সত্ত্বার যুদ্ধেতে আমি লোহিত কনিকা সিক্ত 
জ্ঞানের ক্ষুধা বা চিন্তার স্রোত সকলি হারিয়ে রিক্ত 
সমাজ আজকে চায়না আমায় 
আমিও তো তাকে দিইনা সময় 
নিছকই কামনা কৌতুহলের তাও তো হয়না তৃপ্ত ।