Friday, June 21, 2013

সিসের টুকরো

পাঠাগারে বসে পড়তে পড়তে হঠাত থমকে দেখি 
পায়ের তলায় পরে আছে এক সিসের টুকরো একি !
হয়তো বা কোনো নবীন কিশোর উন্মাদনার ঘোরে 
মনের ভুলেতে ফেলেছিল তাকে কার্পেট মোরা ফ্লোরে । 

হয়তো বা কোনো তরুণ যুবক উত্তেজনার বশে 
বিরক্ত হয়ে ফেলেছিল তাকে বৃথা ভেবে খসখসে 
অথবা এ কাজ করে গেছে কোনো আলোকিত এক বৃদ্ধ 
সিসের টুকরো ছাড়াই যাদের জ্ঞানাকর সমৃদ্ধ ।

কুড়িয়ে নিলাম সেই টুকরোটা বিশেষ যত্ন ভরে 
মাটি খুঁড়ে তাকে পুঁতে দিয়ে যাব এই ধরণীর পরে । 
হয়তো কয়েক শতকের পরে কোনো পুরাতাত্বিক 
খুঁজে পেয়ে তাকে দেবে নিজ গুণে ভালবাসা প্রাণাধিক ।

Thursday, June 6, 2013

শূন্যতা

শূন্য কি আসলেতে ফাঁকা ?
যখনই কাগজে কালি
আঁকি বুঁকি করে ঢালি
শূন্যতায় কাগজটি পড়ে যায় আদপেতে ঢাকা ।

বিচার করার কে বা আমি
কাগজ কি সীমাহীন
ভেবে যাই প্রতিদিন
ভাবনার সারমর্ম হয়ত বা পত্রপরে  দামী

কাগজের দামটা কি বাড়ে ?
যখন ভাবনা গুলো
কাগজেতে জমা হলো
ভাবনার শক্তি কি কাগজের সাথে লড়তে পারে?