Sunday, May 22, 2016

কেয়ামত

দুরু দুরু রবে কাঁপছে ভূধর, বাংলার মাটি লাগবে জোড়া
ওই বুঝি আসে খোরাসান হতে বখতিয়ারের পাগলা ঘোড়া
আরব তুর্কি পাঠান মোগল আর যত কিছু এসেছে আগে
তারই রেশ ধরে সমুজ্জ্বল আজ বাংলার মাটি অস্তরাগে।

আজানের সাথে শুনি যেন ফের গগন ভেদী সে সিংহনাদ
কেয়ামত কাল এলো বুঝি শেষে, এবার রচিব আল-জ্বিহাদ।
আত্মশুদ্ধি, চিত্তশুদ্ধি, এইবার মোরা অকুতোভয়
হাশরের মাঠে উদ্দাম আজ, কোন মিথ্যার বেসাতি নয়।

রক্তর স্রোতে অজু করে বুঝি পবিত্র হল পুণ্যভূমি
কত শত জেনা, কুফরি, হারাম- গতিরোধ করে বাঁচালে তুমি।
নব অরুণের সূচনা লগ্নে ওই দেখ করে সে মোনাজাত,
অবশেষে বুঝি নবীন আনন্দে আদায় করবো আজ সালাত।


Thursday, May 5, 2016

বাজী


দুনিয়ার মাখামাখি
নিজেকে তফাতে রাখি
বাঁশীতে বাজিয়ে চলি বেখেয়ালি আনমনা ধুন
আমি যে মানুষ নই, বলেছিল নির্মলেন্দু গুণ।

অমবস্যার গেরো
ল্যাদ লাগে জোনাকেরও
দুনিয়া যেমনই থাক, আমার কিই বা আসে যায়
চোখেতে সামান্য ঠুলি-- আমাদেরও ক্ষমতা সহায়।

নীতিবোধ? ছেঁদো বুলি
গেলো  আফিমের গুলি
অবশেষে শেষপাতে বাজী রাখো সব মূলধন
তাতেও কাজ না হলে ব্যর্থ তোমার এ জীবন ।

নিরপেক্ষতা বলি,
বুঝেছ জানি সকলই
উপেক্ষা হয়তো বা আপোষ সে ক্ষমতারই সাথে
জানি অমানুষ তবু ক্ষেদ নেই একফোঁটা তাতে।