Friday, March 27, 2020

চিতা

দগ্ধ হই চিরকাল, মাতৃদুগ্ধ আস্বাদন কালে
স্মৃতি যেন সেই থেকে বিস্মৃতিকে রেখেছে আবডালে; 
সে কথাও মনে পড়ে, ক্যানভাসে আছে কত কথা, 
সারমর্ম করলে যার নির্যাস থাকে নির্জনতা। 

এ আমার পরিচিত গন্ধ, আর চেনা অন্ধকার,
এখানেই নিত্যনৈমিত্তিক সব অনিত্যের সৎকার, 
নিমজ্জিত হই সেই নিষ্কলুষ অতৃপ্ত অনলে, 
ছাইগুলো আজকাল চেনা দেখে হেসে কথা বলে। 

আজও নাকি ঈগল আর চিলে চলে নিত্য কাড়াকাড়ি,
বৈতরণী বৈঠায় আমি তাই শাশ্বত সওয়ারি।
জানিনা কে আনবে জিতে বজ্রঘোষ মৃত্যু পরোয়ানা 
সুখ বলতে এটুকুই, শেষকালে কবরে যাব না।