Thursday, December 19, 2013

দৈবপ্রেম

কোনো একদিন কথা দিয়েছিল
সে কথার কথা গোপন রেখেছে
ভেবেছে সে কথা ভুলে গিয়েছিল
মনের গভীরে লুকিয়ে ঢেকেছে

ভীষ্মের মত শরশয্যায়
নিজে ছারখার হয়েছে সে তবু
ব্যথিত করেনি অপরেরে হায়
এত ভালোবেসে লাভ কি যে কভু

লাভ ক্ষতি ভেবে প্রেমে অপ্রেম
অপাংক্তেয় যে ছিল প্রত্যহ
দৈবভাবের বিকশিত হেম
নাহি ছিল তায় কোনো মায়া মোহ

Wednesday, December 18, 2013

সত্যের প্রবেশ

যেই সত্যের প্রবেশে সহসা আকুলিত হয় প্রাণ
উন্মাদনার স্রোতের আঘাতে সুরলোকে বাজে তান 
নিবিড় অমার পরিসমাপ্তি ক্ষণিকে লুপ্ত ক্রোধ
জলোচ্ছাসের প্রতাপে ঘুচিছে শত পরিমিতি বোধ

অমৃতের বাণী সাথে লয়ে আজ আগত আলোকশিখা
দৃপ্ত ঊষার আঘাতে চূর্ণ তিমির অট্টালিকা
সে আক্রমণ রুধিতে ব্যর্থ দুর্গের সে পরিখা
প্রজ্জ্বল আজি দীপ্ত মূর্তে সে আলোকবর্তিকা

Tuesday, December 17, 2013

অপলাপ

সময় যখন দিচ্ছে ধোঁকা
করিস কেন দুঃখ 
রঙ্গমঞ্চে ব্যবসাপাতির 
হিসেব বেজায় সূক্ষ্ম

ভবিষ্যতের আকাশকুসুম 
চোখের পরে নাচলে 
বাজিকরের খেলার ছলে
ভুলবনা তাও যাচলে 

দাগ কাটারই স্বপ্ন দেখে 
করছি শুরু যাত্রা 
দুএকটিবার সফল হয়ে 
হারিয়ে ফেলি মাত্রা

 

Thursday, December 12, 2013

হাঁটাহাঁটি

দিব্যি তো বেশ এগোচ্ছিলাম গড়গড়িয়ে 
হঠাৎ করে স্তব্ধ হলো চাকা 
এখন মাথায় হাত রেখে আর কি করি হে 
এমন করে স্তব্ধ হয়ে থাকা ।

আবার ফিরে করব শুরু গোড়ার থেকে 
পথ গিয়েছে অন্য কোনো খাতে 
আবার কেঁচে গন্ডুষেরই সময়, দেখে 
রওনা দিলাম কঠিন এ রাস্তাতে 

প্রথম দিকে যতই কর নখরা বাজি 
একটু পরে একই পথে হাঁটি 
ডাবের খোলা ভাঙলে যখন কাজের কাজী 
শাঁসের বেলা করবে নাকো মাটি 


Tuesday, December 10, 2013

ন্যাকার ভালবাসা

খুব একটা ন্যাকা নই আমি 
জানি তোমরা একমত হবেনা  
তবু যদি বিশ্লেষণ করো  
দেখবে আমি ভুল বলছিনা ।

জানি একটু বেশি মজা করি 
অস্বীকার করছিনা তা মোটে 
ভালবাসা সুবিচার বল 
ভালোবাসলে দুঃখটাই জোটে 

বন্ধুতার মধ্যপন্থা নিয়ে
গুটিগুটি পায়ে চলি হেঁটে 
ভালবাসা ভেবেচিন্তে দেখো 
সখ্যতার প্রতিশব্দ বটে । 








Wednesday, December 4, 2013

বিরহ

আবার তো সেই ব্যর্থ হলাম প্রতিজ্ঞাটা মিথ্যা 
দিব্যি দুদিন চলছিল বেশ সঙ্গে স্বয়ংসিদ্ধা 
ভেবেছিলাম এই ভাবেতেই কাটতে রবে দিনটা 


নিজের ভুলেই জীবনতরী বাঁক নিয়েছে অদ্য 
তারই খেসারতের তরে লিখতে বসি পদ্য 
ভুলের ভাঁড়ার তরতরিয়ে ভরেই চলে সদ্য 


হয়ত আমার ভুলের স্রোতে থাকবেনাকো অন্ত 
চোখের লাজে টানবো ইতি, আবার প্রানবন্ত 
হবই জানি, কিই বা করি পাপী আমার মন তো

বিরহ আজ সইতে হবে নিজের ভুলে হায়রে 
সকাল থেকে চলতে থাকি মনের কোনের বাইরে 
দিন রজনীর সীমার শেষে প্রানের মাঝে আয় রে ।