Thursday, December 12, 2013

হাঁটাহাঁটি

দিব্যি তো বেশ এগোচ্ছিলাম গড়গড়িয়ে 
হঠাৎ করে স্তব্ধ হলো চাকা 
এখন মাথায় হাত রেখে আর কি করি হে 
এমন করে স্তব্ধ হয়ে থাকা ।

আবার ফিরে করব শুরু গোড়ার থেকে 
পথ গিয়েছে অন্য কোনো খাতে 
আবার কেঁচে গন্ডুষেরই সময়, দেখে 
রওনা দিলাম কঠিন এ রাস্তাতে 

প্রথম দিকে যতই কর নখরা বাজি 
একটু পরে একই পথে হাঁটি 
ডাবের খোলা ভাঙলে যখন কাজের কাজী 
শাঁসের বেলা করবে নাকো মাটি 


No comments:

Post a Comment