Tuesday, April 23, 2013

বিস্তৃতি

স্থির এক বিন্দু থেকে ছড়িয়ে গিয়ে সহস্রের সন্ধানে 
কি চায় হায় সে কথা জলের ফোঁটা টা হয়তো জানে 
আমিও তো তারই মত 
ছড়িয়ে গিয়েছি কত 
সহস্র যোজন দূর আমার সাধের মাটি হতে 
কি যে চাই সেই কথা জানা কভু  হলনা তো মোটে 

বিস্তৃতির পরিধি তে মেপে দেখি বড় হয়েছি আমি 
জ্ঞানের ভান্ডার টাকে মাপতে গিয়ে লজ্জা পেয়ে থামি 
বিস্মিত হয়েই চলি 
কত কথা কত বুলি 
উর্বশী to অনার্কলি আজ দেয় চমকিয়ে সবাই 
জানার কোনো শেষ নাই চেষ্টা তাই হয়ে গেল বৃথাই 

Tuesday, April 16, 2013

একঘেয়ে

সে আবার এসেছে ফিরে সেই ঋতুচক্র করে শুরু
কতকি বদলেছে ভেবে করে মোর বক্ষ দুরুদুরু 
নববর্ষ এলো তবু নতুনের ছোঁয়া নেই আজ 
নেই কোনো নরনারী পরে নব রকমারি সাজ 

এক ঘেয়ে পানসে দিন সেই বুঝি আজকের জীবন 
ট্রাজেডি বা কমেডি বা নিতান্তই মধুর মিলন 
কোনো কিছু নেই, এই কথা যদি উঠি আজ বলে 
নতুন কথা তো কিছু বলছিনা । সব কিছু ভুলে 
 পুরনো সে কথাকেই আজ যদি ফের বলে উঠি 
একঘেয়ে ভাবনাকে তা কি কভু দিতে পারে ছুটি ? 
পৃথিবীটা পিরিয়ডিক হয়ে গেছে বা হয়ত ছিলই 
সাইকেল লেংথটাকে টেনে হিঁচড়ে বড় করবই ।