Sunday, July 20, 2014

নষ্ট হওয়ার গল্প

যতই না হাতছানি দিয়ে যাক ঝাঁঝালো কোকেন 
আমি সেই বসে থাকি হাতে নিয়ে ফাউন্টেন পেন 
স্বপ্ন দেখা ভুলে গেছি তবু চলি আইনের পথে 
উঠবো না কোনদিন লোভনীয় পুষ্পক রথে 

স্বপ্নময় জীবনের হাতছানি ছায় চারিদিক 
কিন্তু তাকে সইব সে যে গরিবের সাধ্যের অধিক
কিছু লোকে দুয়ো দেয় কিছু লোকে বলে insane
শুনি সব, তাও থাকি হাতে নিয়ে ফাউন্টেন পেন 

কি আশায় খেলাঘর বাঁধে লোকে পাই না তো দিশা 
সবারই তো ফুসফুসে জমে আছে কালান্তক সীসা 
অন্ধকারে ডাক দেয় প্রতি রাতে বনলতা সেন 
আমি তবু বসে থাকি হাতে নিয়ে ফাউন্টেন পেন 



Thursday, July 17, 2014

মধ্যবিত্তের ভাবনা

কলম আজকে চায়না চলতে 
প্রদীপ নিভল, সঙ্গে পলতে 
ভাবনা আজও আগের মতই অতীতগামী ।

ট্রামের গন্ধে তন্দ্রা হারাই,  
প্লেনের শব্দে ছুট্টে পালাই । 
ক্যানভাসেতে স্মৃতির ছবির রঙ বাদামি ।।

শক্ত পোক্ত গোড়ার ঢালাই, 
আড্ডা মারতে কলেজ পালাই;  
মধ্যবিত্তের এমনই হয় সালতামামী ।

তবুও হয়তো যৌবনে ঠিক 
পদ্য লিখব নিয়মমাফিক, 
ভাষার থেকেও ভাবনাতে যা অনেক দামী ।

জমিয়ে সাহস ফেলব ডাকে, 
ই-মেলে - যা মানায় তাকে 
পড়বে তুমি যতই সেসব হোক বেনামি...