Friday, February 21, 2014

মাতৃভাষা মাতৃদুগ্ধ

মায়ের ভাষা শিখেছি সেই
কত্ত বছর আগে
তবুও যে তার মধুর বুলি
শুনতে ভালো লাগে।

কথার ফাঁকে স্মৃতিমেদুর
হই যে ক্ষণে ক্ষণ
গায়ে যে আমার পুলক লাগে
সদাই, চিরন্তন। 

আধো আধো কথার ফাঁকে
অনেক ভালবাসা
শব্দ যে তার আদর সোহাগ,
আমার বাংলা ভাষা।  

Monday, February 17, 2014

লক্ষ্য

চলেছি সেই পথটি ধরে 
যে পথ দিয়ে চলতে গেলে পাব না আজ বাধা 
কষ্ট করে কেষ্ট পেলাম 
হাজার খাটি তবুও কেন রা নাহি দেয় রাধা 

কঠিন পথে চলতে গিয়ে 
সহস্রবার ধাক্কা খেয়ে হয়েছি যে আজ ক্লান্ত 
ছিলেম নিজের লক্ষ্যে দৃঢ় 
তবুও কিসের আশায় শেষে হলেম যে দিগ্ভ্রান্ত 

আজকে যে তাই সহজ পথে 
চেষ্টা করি এক পা দু পা,  দেখছি সেটাও দুর্গম 
সেথাও মেলে হরেক বাধা 
সেথাও নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হই হরদম 

Wednesday, February 12, 2014

অপারগতা

নিভৃতে সে করেছিল মান অভিমান 
কন্ঠেতে বাঁধেনি সে প্রেমাতুর গান  
অবহেলা ভরে তার মুখখানি ম্লান 
তবুও সে সয়ে গেল শত অপমান 

হাতখানি চেয়েছিল তবু মাগেনি 
নীরবে সে পুজেছিল, অনুরাগিনী  
কালঘুমে পেয়েছিল হতভাগিনী 
পাশে এসে বসেছিল তবু জাগিনি