চলেছি সেই পথটি ধরে 
যে পথ দিয়ে চলতে গেলে পাব না আজ বাধা 
কষ্ট করে কেষ্ট পেলাম 
হাজার খাটি তবুও কেন রা নাহি দেয় রাধা 
কঠিন পথে চলতে গিয়ে 
সহস্রবার ধাক্কা খেয়ে হয়েছি যে আজ ক্লান্ত 
ছিলেম নিজের লক্ষ্যে দৃঢ় 
তবুও কিসের আশায় শেষে হলেম যে দিগ্ভ্রান্ত 
আজকে যে তাই সহজ পথে 
চেষ্টা করি এক পা দু পা,  দেখছি সেটাও দুর্গম 
সেথাও মেলে হরেক বাধা 
সেথাও নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হই হরদম 
No comments:
Post a Comment