Friday, October 24, 2014

সৃষ্টির কথা

স্বপ্ন গ্রন্থনা করে কি পেয়েছি আর?
নীরবে হয়তো তাতে হতেম সওয়ার,
সার্ব্বজনীন করে তুলেছি কি ভুলে
উপেক্ষার পথে তাই ফের যাব চলে ।
 
একান্ত আপন ছিল জন্মের সময়
দৃঢ় ছিল পদক্ষেপ ছিল নির্ভয় ;
তবু প্রত্যয়ের পরে ক্ষণিকে দুরাশা,
তবু কেন অস্তরাগ নিমেষে সহসা ।
 
এই ছিল ভূমিষ্ঠের  ক্রন্দনের রেশ 
এই ছিল দেহ জুড়ে সৃষ্টির আবেশ
ক্ষণে দেখি ইমারত কোথা ধূলিসাৎ
নতুন সৃষ্টির তবু পেয়েছি বরাত । 

Wednesday, October 15, 2014

বন্ধন


জীবন অনিত্য তবু মায়ার বন্ধনেতে দুঃখ হয়, 
নিস্ফল প্রচেষ্টা তবু সম্পর্কের ঊর্ধে ওঠবার, 
নীরবে ক'জনে শুধু পৃথিবীর গ্লানিটুকু সয়, 
মায়াময় স্বপ্নে করে অতিক্রম  ভব পারাবার।  

নিজের পরিচয়ে থাকে এ জন্মের রেশটাই বেশী তবু তাকে সৃষ্টি করতে কেন এত বৃথা আস্ফালন? ইন্ধন জুগিয়ে চলে মধুলোভী বহু স্বার্থান্বেষী ভেসে যায় সেই হায় কষ্টসিদ্ধ যুক্তির মন্থন ।।

শিক্ষালাভে খামতি ছিল? পূর্বজন্ম ছিল ভুলে ভরা?
শুধু ছিল পাখিপড়া বুলিগুলি সশব্দে আওড়ানো?
মায়ার বাঁধনে ছিল যুক্তির দেওয়ালটা গড়া,
ভ্রম ছিল জীবনের ইট কাঠ পাথরে সাজানো ।

Saturday, October 11, 2014

শান্তির পথ

শান্তি চেয়েছ তাই কি মিলছে পুরষ্কারের অর্থ, 
শান্তি কিনতে এখনো কিন্তু হয়নি সে সমর্থ।  
কিসের কণ্ঠ স্তব্ধ করতে এত অর্থের সমাহার,  
কার বিরুদ্ধে নেমেছিলে পথে রুধেছিলে কোন অবিচার? 

তাই কি করতে প্রতিহত সবই, তাই কি ভাঙতে ঐক্য, 
তাই কি বোঝাতে নেমেছে সকলে শান্ত আমরা নই কো ?  
প্রলোভন কত দিয়েছ সবাই ত্রুটি বিচ্যুতি আনতে 
পরীক্ষা আজ ফের দিতে হবে, শান্তির পথ জানতে। 

এতদিন ধরে চলেছি যে পথে সেই পথ ধরে চলব, 
সত্যের পথে চলেছি যখন প্রলোভনে কেন গলব,  
যতই কঠিন হতে থাক পথ হচ্ছি যতই ক্লান্ত, 
প্রতিজ্ঞা তত হতে থাকে দৃঢ় এ পথে দেব না ক্ষান্ত।  

Wednesday, October 1, 2014

সবজান্তার আস্ফালন

আয়েশ করে আয়েশ করা চাট্টিখানি কথা? 
কিলবিলিয়ে বিচ্ছিরি সব চিন্তা গলায় মাথা 
সরকারি সব আমলা গুলো এক্কেবারে যা-তা

অর্থনীতির প্যাঁচপয়্জর বুঝছি কেবল আমি, 
মন্ত্রীমশাই কানটি বাড়াও, আমার কথা দামী ;   
ফেসবুকেতে এসব নিয়েই বিতর্কেতে নামি।

বিদেশনীতির গোড়ার কথা? তাতেও আমি দড় 
তোমার চেয়েও খানিক হলেও বেশিই সড়গড়  
সুযোগ আছে সেক্রেটারি, আমার পায়ে পর 

সংগঠনটা সাজাতে চাও? একপায়েতে খাড়া 
মতামতের জন্য আজও নিই না কোন ভাড়া 
তৈরী আছি, ডাকবে কখন? নেইকো আমার তাড়া 

দুনিয়া আমার হাতের মুঠোয়, বন্দী আমার ঘরে 
চারদেওয়ালের মাঝেই নিলাম আপন হাতে গড়ে 
দেশটা এখন কেবলমাত্র আমার কথায় ঘোরে