Wednesday, October 15, 2014

বন্ধন


জীবন অনিত্য তবু মায়ার বন্ধনেতে দুঃখ হয়, 
নিস্ফল প্রচেষ্টা তবু সম্পর্কের ঊর্ধে ওঠবার, 
নীরবে ক'জনে শুধু পৃথিবীর গ্লানিটুকু সয়, 
মায়াময় স্বপ্নে করে অতিক্রম  ভব পারাবার।  

নিজের পরিচয়ে থাকে এ জন্মের রেশটাই বেশী তবু তাকে সৃষ্টি করতে কেন এত বৃথা আস্ফালন? ইন্ধন জুগিয়ে চলে মধুলোভী বহু স্বার্থান্বেষী ভেসে যায় সেই হায় কষ্টসিদ্ধ যুক্তির মন্থন ।।

শিক্ষালাভে খামতি ছিল? পূর্বজন্ম ছিল ভুলে ভরা?
শুধু ছিল পাখিপড়া বুলিগুলি সশব্দে আওড়ানো?
মায়ার বাঁধনে ছিল যুক্তির দেওয়ালটা গড়া,
ভ্রম ছিল জীবনের ইট কাঠ পাথরে সাজানো ।

3 comments:

  1. Janina chotto mathay kichu dhuklo kina.... tobu gorgoriye pore fellum :)

    ReplyDelete
    Replies
    1. Amaro ki chhai dhukechhe kichhu, gorgoriye kebol likhei felechhi

      Delete
  2. Na dhukleo, matha theke beriyechhe to bote

    ReplyDelete