Friday, October 24, 2014

সৃষ্টির কথা

স্বপ্ন গ্রন্থনা করে কি পেয়েছি আর?
নীরবে হয়তো তাতে হতেম সওয়ার,
সার্ব্বজনীন করে তুলেছি কি ভুলে
উপেক্ষার পথে তাই ফের যাব চলে ।
 
একান্ত আপন ছিল জন্মের সময়
দৃঢ় ছিল পদক্ষেপ ছিল নির্ভয় ;
তবু প্রত্যয়ের পরে ক্ষণিকে দুরাশা,
তবু কেন অস্তরাগ নিমেষে সহসা ।
 
এই ছিল ভূমিষ্ঠের  ক্রন্দনের রেশ 
এই ছিল দেহ জুড়ে সৃষ্টির আবেশ
ক্ষণে দেখি ইমারত কোথা ধূলিসাৎ
নতুন সৃষ্টির তবু পেয়েছি বরাত । 

No comments:

Post a Comment