Wednesday, November 5, 2014

ল্যাদের মহিমা

আলস্যকে সঙ্গে করে কাটলো কত শতাব্দী 
কি হারালাম কি বা পেলাম এইবারে তার জবাব দি।  
তোমরা ভাবো ল্যাদের তরে মোদের জীবন লক্ষ্যহীন 
ল্যাদের মাঝেই তরতরিয়ে কাটছে মোদের রাত্রিদিন।  

তোমরা ভাবো গল্পগাছা কেবল নষ্ট সময়টার, 
জ্ঞানের আদান প্রদান করার আকর্ষণ যে দুর্নিবার।  
শিখছ কেবল ঠেকার পরে, ভাবছো তুমি এলেমদার 
গল্প শুনে শিখেই মোরা করছি কত চমৎকার। 

গতরখানা খাটছে তবু হারিয়ে কেন ফেলছ খেই , 
আমরা গায়ে লাগাই হাওয়া তবুও মোরা পিছিয়ে নেই।   
কাটাও দুদিন সঙ্গে মোদের সঙ্গে কর আহার তো ,
খুলবে সেদিন চোখের ঠুলি বুঝবে ল্যাদের মাহাত্ম্য।  

No comments:

Post a Comment