Wednesday, September 17, 2014

শাসকদলের প্রতি

জানি একদিন রচেছ জয়ের গাথা,
তাই বলে তুমি নও আমার বিধাতা, 
মনে পরে কি সে নন্দীগ্রামের দিন?
বুঝেছি তোমার স্মৃতিতে সেসব ক্ষীণ। 

সাথে আছে জানি কিছু ভিসি, পাচাটা
বুকেতে যাদের দলদাস নাম সাঁটা ,
এই নিয়ে রানী বসে থাক নিজ ঘরে। 
তোমার আদেশে মোদের রক্ত ঝরে। 

জুটেছে শঙ্কু, জুটেছে কৃষ্ণকলি,
জুটেছে বারুদ, কার্তুজ গোলাগুলি, 
জুটেছে স্তাবক, ধান্দায় ঘোরা ভাম, 
ভুলে গেলে শুধু তাজা রক্তের দাম। 

শিখেছ শুধু সে চটি পরে গুলি ছোঁড়া, 
তাতেও আমরা কেয়ার করছি থোড়া। 
একই পথে পোষা গুন্ডাকে ঠেলে দাও,  
জানি তরুণের রক্তকে ভয় পাও।

#hokkolorob 

No comments:

Post a Comment