Wednesday, September 24, 2014

বাঁধাগতে

আমাদের দিন কাটছে আসলে গতানুগতিক ঢঙে;
তাকেই ভাবছি, ভ্রান্ত আমরা, বেহিসেবি কিছু খেলা,
আসলে কিন্তু ছবি আঁকা সেই নীল সাদা কালো রঙে। 

ক্যানভাসে সেই আচরের দাগ সেই সোজা টানে তুলি, 
পেয়ালাতে সেই দুধ চিনি সহ দার্জিলিঙ্গের পাতা, 
আলের ধারেতে এখনোও তো সেই গাঁয়ের কৃষ্ণকলি। 

এখনও দৌড়ে চড়ে বসা নেই ট্রামের সেকেন্ড ক্লাসে,
এখনও লোডশেডিংয়ের সময় জোনাকির কথা ভাবা ,
এখনও শিশির জমছে ভোরেতে যুবভারতীর ঘাসে। 

এখনো পুজোয় হরিদেবপুর, বেহালা চৌমাথাতে, 
কলেজ স্ট্রীটেতে বইয়ের গন্ধ এখনো লাগায় ঘোর,
পুরনো প্রেমিকা ঝালমুড়ি নিয়ে আজও ময়দানে হাঁটে। 
 
এখনও মিছিলে স্লোগানেতে সেই ক্ষমতার উত্স খোঁজা,
স্রোতের সাগরে ভাসিয়ে দিচ্ছি প্রতি ক্ষণে প্রতি পদে ,
এই জীবনের প্রকৃত অর্থ নাই বা রইলো  বোঝা।  

No comments:

Post a Comment