Sunday, September 7, 2014

ছন্দভাষণ

ছন্দ দিয়ে বলতে গিয়ে 
আসলে যা বলতে গেলাম 
সেই কথাটাই রইল বাকি। 
অনেক কিছু তবুও হল, 
অনেক জটিল গল্প কথা 
আসলে যা কেবল ফাঁকি ।

ফাঁকি দিয়েই জীবন চলে 
কবিতাই বা সেটার থেকে 
এমন কি আর আলাদা চিজ। 
ফাঁকির সাথে ফাঁকির দোস্তি 
ফাঁকির সাথে ফাঁকির লড়াই 
জীবন খেলে ফাঁকির ট্রাপিজ। 

খেলাচ্ছলে এগিয়ে চলি 
খেলায় করি জীবনধারণ 
ভারটা যাহোক বইতে পারি, 
জীবনপুরের পথিক হয়েই 
টু পাইসের জীবনখানা 
কাটিয়ে দেবে এই আনাড়ি। 

No comments:

Post a Comment