Tuesday, March 25, 2014

বসন্তবাতাস

বসন্তের এই বাতাসে সহসা উথলিয়া ওঠে মন,
ফুলের গন্ধে নব আনন্দে হই আবেগপ্রবণ ।
বন্ধুর সাথে ছোট দুই হাতে ফুল কুড়ানোর দিন, 
এখনো মনেতে ফের জেগে ওঠে অতীতে যাহা বিলীন ।।

দখিনা বাতাসে ফুলরেণু হাসে গন্ধ ছড়ায় আজ, 
পলাশের রঙে ছোপানো ধরণী একই অপরূপ সাজ, 
তটিনীর পারে কান পেতে শুনি কুলকুল করে জল, 
সবুজ ঘাসেতে ফের ঢাকা পরে রুক্ষ ধরনীতল ।

চিরনতুনের সাথে হয় এক চিরপুরাতন গান 
সময়ের সাথে তাল মেলাবার খেলা আজ হলো ম্লান 
প্রেমের সুরেতে মুখরিত ফের আজিকার দেবভূমি 
এ কোন ইন্দ্রজালের মহিমা এনে দিলে ফের তুমি 


Sunday, March 23, 2014

এলো বসন্ত



ফাল্গুনের আজ সময় হলো খেলতে শীতের সাথে
ফুলের রেনু আজকে যেন বরফ পেল হাতে
শুভ্র শাখা স্নিগ্ধ তনু সিক্ত বসন সনে
ভ্রম হলো আজ এলেম বোধহয় শিমুলগাছের বনে

বসন্ত আজ এমনি এলো শীতল হাওয়ার মাঝে
পলাশ তরু দীপ্ত তবু রক্তবরণ সাজে
অশোক গাছেও রং লেগেছে যেমন মানিক জোর
হেমন্তের আজ মুছল স্মৃতি রাঙিয়ে রঙিন ঘোর






Thursday, March 6, 2014

শব্দহারা

কথা বলা সহজ কথা নয় 
তাই তো কথা কইতে লাগে ভয় 
তবুও কথা কইতে যে সাধ হয় 
কথা কওয়ার করেছি প্রত্যয়

রিক্ত হলেম সকল কথা কয়ে 
ঘরের কোনে একলা বসে রয়ে 
সকল ব্যথা দিব্যি ছিলেম সয়ে 
ভালবাসার নীরব আনন্দ এ 

যায় হারিয়ে  শব্দ গুলো আজ 
সন্ধ্যেবেলা পাখিদের আওয়াজ 
প্রকৃতি নেয় দুখিনী এক সাজ 
স্বতন্ত্রতার থামল কুচকাওয়াজ