Sunday, March 23, 2014

এলো বসন্ত



ফাল্গুনের আজ সময় হলো খেলতে শীতের সাথে
ফুলের রেনু আজকে যেন বরফ পেল হাতে
শুভ্র শাখা স্নিগ্ধ তনু সিক্ত বসন সনে
ভ্রম হলো আজ এলেম বোধহয় শিমুলগাছের বনে

বসন্ত আজ এমনি এলো শীতল হাওয়ার মাঝে
পলাশ তরু দীপ্ত তবু রক্তবরণ সাজে
অশোক গাছেও রং লেগেছে যেমন মানিক জোর
হেমন্তের আজ মুছল স্মৃতি রাঙিয়ে রঙিন ঘোর






No comments:

Post a Comment