Monday, April 15, 2019

কমন

পরীক্ষণের মতই, কেবল ছন্দমিলের বোঝাটুকু বাকি। 
চোখ ফিরিয়ে এদিক ওদিক খুঁটে খেয়ে দিচ্ছি একটু ফাঁকি। 
খুঁজবে কে আর, আমার মতই পাঠককূলের কাজ আছে অনেক, 
মর্যাদাটা টিকিয়ে রাখার জন্য শুধু ধরতে হল ভেক।

কিন্তু বিশাল সমস্যা আজ, এই পথে যে একলা পথিক নই, 
নতুন পথের সন্ধানে ফের যাব, কারো ক্ষমতা আজ কই!  
সহজ কাজটা যাচ্ছে কেবল গুলিয়ে, এ তো অভিপ্রেত নয়। 
জায়গা ছেড়ে শহীদ হবার মূল্যবোধেও লাগছে অবক্ষয়।  

গতান্তরে চালিয়ে যাওয়া, কিছুটা সেই আগুনে হাত রেখে, 
আশায় বাঁচা, কলম যদি আপনা আপনি নতুন কিছু লেখে। 
সে বিশ্বাসেও প্রতারণা, সাধুত্ব সের দরে বিকোচ্ছে, 
খাতাগুলোয় কেমনে জানি সমস্তটাই কমন পড়েছে।