Saturday, October 22, 2016

ইলহাদ

শুধু ঈমানের গেলমানি করি তবু অতৃপ্ত প্রাণ;  
কোথায় কাফের কোথা মুশরিক,
চারিদিক খুঁজে পাই নাকো শির্ক,
ধুধু প্রান্তর, অন্তরে ঝড়- ছবি তোলে আসমান।
এত কিছু পরে কই ইনসাফ, কোথায় ইন্তেহান। 

রুহ কোথা যাবে, বড় সাধ মনে, আলা-এ ইল্লিয়্যিন,
বিদআত করি সে দিবস পালনে,
কিছু গ্লানি তাই থেকে যায় মনে,
বুঝি নিয়তিতে লেখা আছে তাই আসফালা সালেফিন।
তবু হতাশা সে হতেই পারেনা হৃদয়ের অন্তরীণ।

ঈমানি জীবন, দারুল ইসলাম, আর সব কিছু বাদ,
তবে কেন সন্দেহ জাগে প্রাণে,
তফসির আর হাদিস কোরআনে,
কেন ব্যত্যয়, গ্রাস করে কেন প্রশ্ন- ইর্তিদাদ!!
দ্বীনেরই সেনানী আমিই তবে কি আগামীর মুর্তাদ?!



Tuesday, October 4, 2016

জয়ী

দৃশ্যতই পরাজয় আর হয়তো কিছুক্ষন পরে,  
সরবরাহ নিঃশেষিত, নিষ্পেষিত সমগ্র সেনানী। 
সে প্রাণের দায়ভার কিছুটা তো নিশ্চিত আমারও,  
উপেক্ষায় সংঘটিত রক্তের প্লাবন আমি জানি। 

 দুর্নিবার স্রোতে ভাসি, অপার্থিব সুখ-অনুভূতি।  
রক্তিম হয়েছি যে তা অতর্কিতে আপনি বিস্মৃত। 
শৌর্য বা শঙ্কা সবই নিষ্যন্দিত জোয়ারের কোলে;  
পরাক্রম যোদ্ধা সেই ভেসে গেল বিজিতেরই মত। 

কত খাল,  কত বিল, লোহিত সাগরে গেল মিলে,  
কত রাজ্য জয় করে অন্তিমে প্রবল নিঃসঙ্গতা।  
কিছুটা সময় যদি ব্যয় হতো হৃদয় মঞ্জিলে -- 
হয়তো বা যাত্রাপথে সঙ্গী হতো কিছুটা পূর্ণতা।