Tuesday, October 4, 2016

জয়ী

দৃশ্যতই পরাজয় আর হয়তো কিছুক্ষন পরে,  
সরবরাহ নিঃশেষিত, নিষ্পেষিত সমগ্র সেনানী। 
সে প্রাণের দায়ভার কিছুটা তো নিশ্চিত আমারও,  
উপেক্ষায় সংঘটিত রক্তের প্লাবন আমি জানি। 

 দুর্নিবার স্রোতে ভাসি, অপার্থিব সুখ-অনুভূতি।  
রক্তিম হয়েছি যে তা অতর্কিতে আপনি বিস্মৃত। 
শৌর্য বা শঙ্কা সবই নিষ্যন্দিত জোয়ারের কোলে;  
পরাক্রম যোদ্ধা সেই ভেসে গেল বিজিতেরই মত। 

কত খাল,  কত বিল, লোহিত সাগরে গেল মিলে,  
কত রাজ্য জয় করে অন্তিমে প্রবল নিঃসঙ্গতা।  
কিছুটা সময় যদি ব্যয় হতো হৃদয় মঞ্জিলে -- 
হয়তো বা যাত্রাপথে সঙ্গী হতো কিছুটা পূর্ণতা। 

No comments:

Post a Comment