Sunday, January 26, 2020

জানিনা

সে আমার এক বন্ধু ছিল
হঠাৎ করেই আলাপ হল পথের ধারে
সেখান থেকে চলার শুরু,
লক্ষ্যমাত্রা ছাড়াই চলা এ সংসারে, 
যেমনটা ঠিক চলতে থাকে
নিত্যদিনই, অভ্যাসের এই পৃথিবীতে 
এমনি করে শিখতে শেখায় খুঁটে খেতে। 

তবু বুঝি ক্লান্তি আসে, 
তাই তো কিছু বাতাসেরই লক্ষ্যে বসা, 
মাঝে মাঝে হঠাৎ করে, 
তেমন ছিল সেই সময়টা, শনির দশা,  
তারই মাঝে দমকা হাওয়া 
তারই মাঝে নতুন করে চিনতে শেখা 
স্বপ্ন এবং বাস্তবের এক ভগ্নরেখা।

হয়তো কেবল আমার সেসব, 
নিজের মনেই জমতে থাকা পূর্ণতা তার, 
যেমন করে নিচ্ছি তাকে, 
সে তো কেবল কালের স্রোতের দৈব জোয়ার,
নিজের মনে আঁকছি ছবি।
একই সাথে আঁকছে আরো অন্য লোকে
আজকে যারা ষষ্ঠ শ্রেণীর গদ্য টোকে।