Thursday, April 9, 2020

রাতবিরেতে

রাত বেড়েছে নির্নিমেষে, অন্ধকারকে আঁকড়ে ধরি আরো। 
লকডাউনে দুজনেরই বলতে গেলে এখন পোয়া বারো। 
ফিরতে হবে নিত্যদিনে, যন্ত্রণা হয় সেসব কথা ভেবে; 
প্রার্থনা আজ, এবার তুমি অন্তরালের আর কটা দিন দেবে? 

ভুলব সবই, সুখস্মৃতি, ছোট্ট থেকে যেমন করে ভুলি,
পরব আবার চোখের উপর অনিচ্ছাতে বাস্তবেরই ঠুলি। 
এখন নাহয় ফানুশ হয়ে উড়ব সবের ঊর্ধ্বে উঠে পড়ে,  
উল্লাসে আজ তারস্বরে দেব সবার ঘুমটা মাটি করে।  

জানি তারা ঠুকবে নালিশ, সইতে তাদের হবে বেজায় কষ্ট; 
তবু আমি শুনব না তা, হব না আজ মোটেই লক্ষ্যভ্রষ্ট।  
এখন নাহয় সামলে দিও, কামান দেগো বিরক্তিকর হলে, 
আমিও তখন লুটিয়ে যাব এই কদিনের সুখ সমাচার বলে।