Sunday, July 24, 2016

আড়ি

কে যে আলোচনা করে, 'অবশেষে পেয়ে গেছি বাগে, 
অলাতচক্রের সামনে আটকে সে', প্রছন্ন দেমাগে।  
ফুলকি কিছু টুকরো ছোটে, আমি আজ রহু চণ্ডাল 
পেয়েছে নেশায় বড় শোণিতের, তার স্বাদে মাতাল।  

এ আমার বুড়িগঙ্গা, রুগ্ন অর্ধমৃত সরস্বতী
এ আমার হিমালয়, বিন্ধ্যাচলের দুর্মতি। 
আপাতত শবাসনে চিন্তাশীল প্রশান্ত বিরতি--  
চঞ্চলতার জন্য প্রতীক্ষায়, হয়তো অধোগতি। 

আলোচনা চলবেই, যতদিন বাঁচি কিম্বা মরি,  
চিতায় জ্বলার আগে কত খই, কতটা শ্রীহরি     
তা নিয়েও হিসাবের খাতা আছে দেরাজের থাকে, 
যদিও সে পূজা থেকে বঞ্চিত পয়লা বৈশাখে। 

Saturday, July 16, 2016

পূর্ণিমা

বিনিদ্র রাত, মধ্যগগনে
পাক্ষিক অভিশাপের স্খলনে
ভেসেছি কিরণে, তবু আনমনে; নির্দয় বুঝি পূর্ণিমা এইবার।
তবু ঝলসানো রুটির খেয়ে বাঁচা,
অচিন পাখির আশ্রয়ী খাঁচা--
ধ্বংসপ্রাপ্ত ইমারতি ধাঁচা বয়ে নিয়ে চলা আমাদেরই অধিকার।

কখন ধরব টুঁটিখানি চেপে
কখনো পদক্ষেপ জল মেপে
নিয়ম ভাঙব প্রতি প্রক্ষেপে; বস্তুবাদের কৃত্রিম প্রতিরূপ ।
প্রশ্নত্তোরপর্ব বেলায়,
অথবা অনির্দিষ্ট খেলায়  
বাধা দেব আমি নানা অছিলায়, বড় প্রিয় আজও আমার ধ্বংসস্তূপ।  

কলঙ্কিত সে নানা অনুছেদ,
সাথে জমে থাকা পার্থিব ক্ষেদ--
ভীতি জাগায় না আর উচ্ছেদ, উদ্বাস্তু এ জীবনের আশ্বাস।
কড়ি না ফেলেও মাখি তাই তেল
প্রতিপদে খুঁজি ভানুমতী-খেল
মরীচিকা দেখে নই উদ্বেল, পূর্ণিমা তাই আপাতত পরিহাস।
 
 




Sunday, July 10, 2016

সুদর্শন

মহামন্ত্র? আমি ভাবি আন্তরিক মধু-সম্ভাষণ
আক্ষরিক অর্থে বুঝি এলোমেলো হয়েছে জীবন।
কৃষ্ণনামে দিগ্বিদিক আপ্লুত, তুরীয় সে স্থিতি
এ কী যাদু বিস্ময়ে করেছে প্রত্যক্ষ প্রকৃতি।
ষোড়শোপাচার নেই, নেই কোন মহা আয়োজন
দার্শনিক দ্বিধাদ্বন্দ্বে বন্ধ নেই মন-বাতায়ন,
প্রেমের তরণী শুধু ভেসে চলে অনন্তের পথে
সেই নামে, বাঁধা থাক আজকে যা সংগুপ্ত শপথে।
একদা দ্বাপরে ছিলে রাধিকার নয়নের মণি,
কলিযুগে পুনরাগমন সাথে করে হরিধ্বনি।
ঘুরেছে রথের চাকা, এইবার টেনে ধরো রাশ,
উত্তর তোমারই কাছে, রঙবেরঙের সন্ত্রাস।
জানি তুমি সহ্য করো, ভয়াল রূপের পরিচয়
রেখেছ অজানা, তবু মাঝেমাঝে প্রয়োজন হয়।
সুদর্শন এসো আর প্রতি পদে ভুক্তাবশেষ
প্রতিহত হোক, সাথে শুদ্ধ হোক এই পরিবেশ।
জানি তার নিয়ন্ত্রণ অসম এ মনুষ্যের হাতে,
প্রতারণা করব না পুনরায় বাস্তবের সাথে।
ছলনায় মাতি না আর, তরী বাই বিশ্বাসের হ্রদে,
সব ছেড়ে সমর্পণ তোমার ওই রক্তিম শ্রীপদে।