Wednesday, November 25, 2015

ক্ষুদ্র ইচ্ছা

অসম্ভবের স্বপ্ন ছেড়ে বাস্তবেতে মুখ লুকোই অনেক লোকে বলবে জানি ছন্দে আমি মন্দ নই তবুও, সেসব স্পর্শ পেয়েও, ছাড়ছি আশা পত্রপাঠ খুচরো খেলো জীবনে ডুব, অর্থনীতি, বাজারহাট। 

নিঃস্পৃহতা? যদিও তা নয় উদ্যমেরও অভাব নেই

তবুও বুঝি সময়স্রোতে ভাসতে গিয়ে হারাই খেই কল্পনাতে আমিও রাজা স্বপ্ন আমার দুই মুঠোয় ভাঙলে পরে যদিও দেখি কিচ্ছুটি নেই হাত দুটোয়।

তবুও কেন একটি ডাকেই আবার সারা দেয় হৃদয় অপ্রাকৃত সময়কালেও এই কি অশেষ প্রাপ্তি নয়? ক্ষুদ্র হাসি ক্ষুদ্র আশা এইটুকুনিই চাই কতক এই খুশিতেই ভর করে ফের দিলেম পারি স্বপ্নলোক।