Sunday, July 19, 2015

বিদায়গীতি

আশাকরি একদিন সমস্ত দ্বন্দ্বের ঘটে যাবে অন্তিম আহুতি
অনন্ত চিতায় নয়, নিভে যাবে শেষ শিখা, ছাই শুধু, অকিঞ্চিৎকর 
মুক্তি পাবে একই সাথে, তিলে তিলে জমে ওঠা, অপালিত ব্যর্থ প্রতিশ্রুতি 
এ কথা আমার নয়, প্রতীকস্বরূপ শুধু অগণিত প্রেমিক প্রবর ।  

হয়তো চেয়েছে সেও একইভাবে মৃদুস্বরে মুক্তির উন্মুক্ত আকাশ
বিস্তৃত ক্যানভাসে অফুরন্ত রঙখেলা, তুলিকার বেপরোয়া টান
তবু কোন প্রতিশ্রুতি, তারই তরে বয়ে চলা হ্রস্ব দীর্ঘশ্বাস
অস্পষ্ট সে কার্নিশ
, তবুও তো প্রতিরোধে, বাধা পেল প্রত্যয়ী উড়ান।


কিন্তু তা ক্ষণস্থায়ী, ভবিষ্যৎ অজানা নয়, হয়তো বা প্রতি তরফেই   
খেদোক্তির তাই বুঝি শব্দ আজ প্রশমিত ভদ্রতার রাখতে কিছু রেশ। 
সে তো অপ্রাসঙ্গিক, মৃত্যু হয়েছে যার, চিরতরে, ইতিপূর্বেই 
তবু কিছু অনুভূতি মিশেছে যা পঞ্চভূতে, সেটুকুই করব আয়েশ।