Saturday, May 24, 2014

অসম্পাদিত

কলম ছুটছে তাই তো এখনও টিম টিম করে জ্বলে যাই
ভাবনা যতই এলোমেলো হোক কাগজের ওপর লিখি তাই
সম্পাদনার কঠিন গেরোতে কাটছাঁট হত মন আমার
সবার মনকে জুগিয়ে চলেছি শেষ হল আজ সে চলার

ক্বচিৎ কোন ভুল হয়ে গেলে মাথা পেতে নেব ভুল কেই
নিজের সৃষ্টি যেমনই হোক সে স্বীকার করতে দ্বিধা নে
নতুন পথের ধুলো পায়ে মাখি নতুন গন্ধ খুঁজে পাই
নিয়মের কোন বাঁধনে আটকা পড়লে করবো দূর ছাই

অপরাধ বোধে করিনি যাত্রা ভয় পাই নাকো দণ্ড
মন হয় আজ শুরু না করলে থেকে যাব চিরভণ্ড
নতুন যুদ্ধে যতই বা হই নিমেষে রণক্লান্ত
তবু ছাড়ব না দুর্গম পথ তবুও হব না ক্ষান্ত


Thursday, May 15, 2014

কেমন করে?

কেমন ভাবে খুঁজব চলার পথ?
কেমন করে হব না আর বিফল মনোরথ?
স্পষ্ট করে বলব আমার মত
কেমন করে ভুলব আমার চলার গতি স্লথ ?

কেমন করে মুছব চোখের জল
নিজের কথা বলব যতই থাকুক কোলাহল
স্বপ্ন দেখব হয়তো অনর্গল
চিরন্তন সে বিশ্বে আমায় উড়িয়ে নিয়ে চল --

কেমন ভাবে মন লাগালে হয়? কোন পথেতে চলতে পেলে মিলবে বরাভয়? কেমন করে প্রেম হবে অক্ষয়? কেমন করে বন্ধ হবে ভাবনার অপচয়?


Sunday, May 11, 2014

মা ও শিশু

মা বলে ডাক ডাকতে শেখা সহজ কারণ
মায়ের মত কেউ কখনো হয় কি আপন;
যার জঠরে ঘুমিয়ে ছিলাম দশখানা মাস,
সুযোগ পেলেই আবার সেথায় লোকানোর আশ

আজও জাগে, মনের ভেতর রয়না ঘরে।
শৈশবেরই সুখস্মৃতি ছলকে পরে।
পরশ যে তার একই আছে আগের মত।
ছোট্ট শিশু দুষ্টুমিতে সদাই রত

তার চোখে সেই। মিথ্যে তো নয়, সহজ সরল
যেই শিশুটির থাকত হাতে ফিডিং বোতল
সেই ছেলেটি আজকে কেমন অঙ্ক কষে
একলা কেমন কাটে সে দিন দূর প্রবাসে



Thursday, May 8, 2014

রবিকবির প্রতি

আজও আমাদের মননেতে আছে সে চিরনবীন সত্ত্বা, 
যার অপেক্ষা মথুরাপুরীতে করেছে বাসবদত্তা। 
নিরুদ্দেশের যাত্রা করেছ ছেড়ে এই ধরাধাম ; 
সোনার তরীতে সুযোগ পেলেই তোমা সাথে চড়তাম।

বাংলার বধু এখনো তো মধু বুকে নিয়ে বাস করে, 
আর সবই আছে শুধু তুমি নেই নিঃস্ব ধরণীপরে। 
যমদূতপ্রায় মালীও বুঝেছে বাবুমশায়ের খেলা, 
আমদুটি লয়ে এসেছে সে আজ তোমার পূজার বেলা।  

আজি এ প্রভাতে কি গান গাহিছে সকালবেলার রবি ,
তার কিরণেতে প্রজ্জ্বল সবে, তার ছন্দেতে কবি। 
আরবার যদি দেখাও দাও ফের জন্মের শুভ ক্ষণে 
বাইশে শ্রাবণ আসতে দেবনা এই সাধ রাখি মনে।।


Tuesday, May 6, 2014

অনন্ত-যাত্রা

হাওয়ার সাথে দুলতে বেরই সন্ধ্যা হলে, সারাদিনের খাটনি শেষে পাখির দলে ফিরবে যখন ছোট্ট তাদের আস্তানাতে হিসেব কষে আমিও তখন উঠবো মেতে

মেঘের পরে মেলব যখন ইচ্ছেডানা 
পাখনা খুলে ওড়ায় তখন নাইকো মানা 
স্বপ্ন দেখার ভাঙবে যে বাঁধ এখন তখন 
খেয়ালখুশির পথের পথিক হলেম যখন 

কেমন বুঝি মনের পরে রং লাগালো
সময় পেলে শিখব তখন বাসতে ভালো  
তেপান্তরের মাঠের ধারে যেমন লোকে
ম্যারাথনের প্রস্তুতি নেই স্বপ্নলোকে