Sunday, May 11, 2014

মা ও শিশু

মা বলে ডাক ডাকতে শেখা সহজ কারণ
মায়ের মত কেউ কখনো হয় কি আপন;
যার জঠরে ঘুমিয়ে ছিলাম দশখানা মাস,
সুযোগ পেলেই আবার সেথায় লোকানোর আশ

আজও জাগে, মনের ভেতর রয়না ঘরে।
শৈশবেরই সুখস্মৃতি ছলকে পরে।
পরশ যে তার একই আছে আগের মত।
ছোট্ট শিশু দুষ্টুমিতে সদাই রত

তার চোখে সেই। মিথ্যে তো নয়, সহজ সরল
যেই শিশুটির থাকত হাতে ফিডিং বোতল
সেই ছেলেটি আজকে কেমন অঙ্ক কষে
একলা কেমন কাটে সে দিন দূর প্রবাসে



No comments:

Post a Comment