Tuesday, May 6, 2014

অনন্ত-যাত্রা

হাওয়ার সাথে দুলতে বেরই সন্ধ্যা হলে, সারাদিনের খাটনি শেষে পাখির দলে ফিরবে যখন ছোট্ট তাদের আস্তানাতে হিসেব কষে আমিও তখন উঠবো মেতে

মেঘের পরে মেলব যখন ইচ্ছেডানা 
পাখনা খুলে ওড়ায় তখন নাইকো মানা 
স্বপ্ন দেখার ভাঙবে যে বাঁধ এখন তখন 
খেয়ালখুশির পথের পথিক হলেম যখন 

কেমন বুঝি মনের পরে রং লাগালো
সময় পেলে শিখব তখন বাসতে ভালো  
তেপান্তরের মাঠের ধারে যেমন লোকে
ম্যারাথনের প্রস্তুতি নেই স্বপ্নলোকে

No comments:

Post a Comment