Saturday, May 24, 2014

অসম্পাদিত

কলম ছুটছে তাই তো এখনও টিম টিম করে জ্বলে যাই
ভাবনা যতই এলোমেলো হোক কাগজের ওপর লিখি তাই
সম্পাদনার কঠিন গেরোতে কাটছাঁট হত মন আমার
সবার মনকে জুগিয়ে চলেছি শেষ হল আজ সে চলার

ক্বচিৎ কোন ভুল হয়ে গেলে মাথা পেতে নেব ভুল কেই
নিজের সৃষ্টি যেমনই হোক সে স্বীকার করতে দ্বিধা নে
নতুন পথের ধুলো পায়ে মাখি নতুন গন্ধ খুঁজে পাই
নিয়মের কোন বাঁধনে আটকা পড়লে করবো দূর ছাই

অপরাধ বোধে করিনি যাত্রা ভয় পাই নাকো দণ্ড
মন হয় আজ শুরু না করলে থেকে যাব চিরভণ্ড
নতুন যুদ্ধে যতই বা হই নিমেষে রণক্লান্ত
তবু ছাড়ব না দুর্গম পথ তবুও হব না ক্ষান্ত


No comments:

Post a Comment