Saturday, August 27, 2016

রহঃ ধৈর্য্যং

এমন শব্দের খোঁজ চাই, যার আঘাতক্ষমতা 
সহস্র অসির চেয়ে তীব্র, শুধু আক্ষরিক নয় 
চিহ্নিতকরণ হোক তারই সাথে, জয় মানবতা,  
তারপর গাণ্ডিবে ছিলাটান, তুন অক্ষয়।  

পরাভূত এযাবৎ, অন্বেষণ অনিষ্পন্ন আজও 
পর্বতসমূহ মাঝে খুঁজে চলা বিশল্যকরণী।  
অবিশ্রাম অভিঘাত, উপরন্তু সুষুপ্ত সমাজও 
শূন্য উপত্যকা মাঝে অণুরিত ব্যর্থ প্রতিধ্বনি। 

যদি হতো সংরক্ষণ, সামান্য সে আশার অঙ্কুর 
অন্তহীন অপেক্ষায় সহিষ্ণুতা হতো পরীক্ষিত, 
মরীচিকা তার চেয়ে বাস্তব-- যতই ভঙ্গুর;    
কিম্বা বাঞ্ছনীয় হওয়া বিমূর্ত মায়ায় দীক্ষিত।