Tuesday, October 20, 2015

সুদূরপাড়ি

অতীত অন্বেষণে
চিনতে পারি না নিজেকেই আজ,
কোথায় ভুলিয়ে এনেছ সমাজ ভেবে পাই না সে মানে।
প্রকৃতি করেছে আড়ি 
বসন্ত গেছে তপ্ত চুলায়
শরতের ঘাস লুটায় ধুলায় ঝরা সময়ের টানে।
সখীর হৃদয় খানা
পরে আছে বুঝি সুখের আশায়
অপলক স্বর যদিও শাসায় বাস্তবতার ভানে।
মৃত্যু এখন সাথী
উপত্যকায় শকুনের পাল
তাজা রক্তের পরেছে আকাল আপাতত এইখানে।

Wednesday, October 14, 2015

মহালয়া

আশ্বিন, শারদপ্রাত, এলোমেলো দৌড়ে কাশবন 
আনন্দ হাতড়াতে আজ ভরসা সে অতীত রোমন্থন 
এখন ঝাপসা লাগে আতস কাঁচের সাহায্যেও 
তাই ফিরি সেই দিনে ফিরবে না যা আর মোটেও। 

হয়তো ভবিষ্যতে এইদিন হবে সুখকর 
তখন ফিরব এই বর্তমানে আজ যা ধূসর 
আপাতত তোলা থাক সেই দুঃস্বপ্নের খোঁজে 
চাবি যার আশাকরি কোনদিন মিলবে না সহজে। 

তবুও প্রতীক্ষা করি বাৎসরিক নির্ঘণ্ট মেনেই 
তবুও থমকাইনা আজও পাওয়া না পাওয়ার দ্বন্দ্বেই  
এখনো হতাশা আসে বিদায়বেলার মেঠো সুরে 
কেবল আনন্দটাই রয়ে গেল কোন সে সুদূরে। 

Wednesday, October 7, 2015

তর্পণ

আজ সকাল থেকে শুয়ে আছি ছাদে-- 
বিস্তীর্ণ আকাশের দিকে তাকিয়ে আছি উদাসীনভাবে-- 
অনেকদিনের অভ্যাস অনভ্যাসে পরিণত করতে চাই না বলেই শুয়ে থাকা-- 
আকাশ পাল্টে যাচ্ছে। 

আকাশ বদলে যাচ্ছে -- 

আগে ছেয়ে থাকতো পাখিতে-- 
আমার যদিও পছন্দ ছিল চিল শকুন-- 
মৃত্যুকে বরাবর ভালবাসি বলে কিনা জানিনা। 

আজকাল আর তাদের দেখতে পাইনা-- 

মৃত্যু বুঝি আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে-- 
মৃত্যুও আজ আমার কাছে মৃত।
সেই মৃত্যুর স্মৃতিতেই আজ তর্পণ করলাম পিতৃপক্ষ বলে।