Tuesday, October 20, 2015

সুদূরপাড়ি

অতীত অন্বেষণে
চিনতে পারি না নিজেকেই আজ,
কোথায় ভুলিয়ে এনেছ সমাজ ভেবে পাই না সে মানে।
প্রকৃতি করেছে আড়ি 
বসন্ত গেছে তপ্ত চুলায়
শরতের ঘাস লুটায় ধুলায় ঝরা সময়ের টানে।
সখীর হৃদয় খানা
পরে আছে বুঝি সুখের আশায়
অপলক স্বর যদিও শাসায় বাস্তবতার ভানে।
মৃত্যু এখন সাথী
উপত্যকায় শকুনের পাল
তাজা রক্তের পরেছে আকাল আপাতত এইখানে।

No comments:

Post a Comment