Wednesday, May 3, 2017

তোমার যাত্রা

তোমার অস্তিত্ব আজও সমান অস্বাচ্ছন্দ্যকর,
তোমার মন্তব্য ঘিরে অজস্র বিতর্ক আসে ধেয়ে,
ভাবলেশহীন কেউ নেই শুনে তোমার কণ্ঠস্বর,
এ কোন মন্ত্রবল আয়ত্ত করেছ তুমি মেয়ে?

হারিয়েছ বহু কিছু, প্রেম-অপ্রেম স্বাধীনতা,
পেয়েছ আবার তাইই, আদপে যে স্বল্পমূল্য নয়-
সে কথা শিখেছি করে প্রত্যক্ষ তোমার বারতা,
শিক্ষয়িত্রী! এ সমাজে সেও তো তোমার পরিচয়।

ঘাতপ্রতিঘাত মিলে করেছ চয়ন অভিজ্ঞতা,
মানবীয় স্পষ্টরূপে, যদিও নিঃসন্দেহে অপ্রমেয়
কে তার নির্ণয় করে, পরীক্ষায় কার বা ক্ষমতা
অনুসন্ধিৎসা জাগে কী যে ছিল তোমার পাথেয়?!

শুরু করো বারবার, হয়তো জেনেই ক্ষণস্থায়ী,
ক্ষতবিক্ষত হলে বহুধা, হিসাবও অপ্রতুল;
তাও শিখি, উদ্যম, প্রত্যাশা, অন্তহীন রাহী,
স্মৃতির গহীনে ভাসে হে রুদ্র কবুল কবুল।