Friday, June 27, 2014

তোমাকে

অনেকদিনের কবিতাখান লিখতে বসে ভাবি
কেমন করে পূরিব আজ তোমার শোনার দাবি
ছন্দের অমিল কাটাতে আজ লাগল বহুদিন
সেই কদিনে তুমিই হলে দিগন্তে বিলীন ।

আকাশপানে তাকিয়ে তবু করব জোরে পাঠ
এইটুকু আশ শুনতে তোমার হবেনা বিভ্রাট
এও যেন এক তেপান্তরের মাঠ পেরোনোর সূত্র
তোমার গল্পে যেথায় কভু থামেনি রাজপুত্র ।

রুদ্রাক্ষের মালার গন্ধ রয়েছে আজও টিকে
চিরুনিতে তোমার চুলের রঙ হয়নি ফিকে
তবু এসব চিহ্নস্বরূপ, এর চেয়েও যা বড়
এখনো তো মনের ভেতর তুমিই বিরাজ কর ।