Thursday, November 26, 2020

ব্রেকের পরে

আমারও তো ইচ্ছা করে সহজেতে পদ্য লিখি, 
খেলো হব? বর্তমানের এ সমাজে তায় ক্ষতি কি? 
একতাতে বদ্ধ হব, পিছুটানে চাইছি ইতি 
এ সময়ে মনখারাপে, তুই যদি সময় দিতি! 

হব না তো বাধার স্বরূপ, ভাবনা সে মনের মাঝে, 
ভয় করে দুঃখ-খাতায় যদি থাকে সে মন্তাজে। 
আমাদের অল্পদিনের ঝিকিমিকি ভাবনা রাজি, 
তবু তার আলোর ছটায় লাজুক হল আতশবাজি। 

তাই বুঝি নিত্যদিনই পাঁজি বলে দীপান্বিতা, 
কী করে যে এই বয়সে পেলাম এক মনের মিতা! 
তাই বলি সবুর করো, আছি আমি তোমার কাছে, 
চোখ দুটো মুদলে দেখো দ্যোতনার স্বপ্ন বাঁচে। 

এ তো এক দীর্ঘ পথের সূচনার প্রথম পাতা,
কাঁচা হাতে যতই সে হোক, অতসীর মাল্য গাঁথা! 
গোলাপেতে খুব অরুচি জানি আমি সেদিন থেকে, 
যেদিনের হিসাব ছিল অসীমের অভ্র মেখে।