Thursday, December 30, 2021

অজ্ঞানতা

আমাদের বলা হয়নি ঈশ্বর আছে কিনা নেই। 

নিজেদের মত করে ভেবেছি সে আবছা অবয়ব। 

সন্দেহ চলে গেছে বলব না বুকে হাত রেখে, 

বলব না কল্পনাপ্রসূত, বা ঘোর বাস্তব। 


এই যে এই দোলাচল, এই যে সিদ্ধান্তহীনতা, 

এই যে এই ধিকি ধিকি জ্বলতে থাকা অনির্বাপ শিখা, 

এভাবেই থাক তারা, জীবনে তো আরও কিছু চাই, 

প্রেমালাপ, পুরষ্কার, গরিমা, বা তীব্র অহমিকা। 


তার মাঝে অন্যকে ঠাঁই দেব, আছে কি সময়? 

দুর্দিন এসেছে যে তাঁর কাছে মেলে দেব সব? 

এখনো তো বড় রাস্তায় আছি, বাঁধানো মোরামে, 

একটু আয়েশ করি, তারপর অন্য অনুভব। 


আমরা বাঁচি ইদানীং আধুনিক একবিংশ শতকে, 

অতিক্রম করে ফেলে সাত মহাসমুদ্রের বাধা; 

তবু যেন মনে হয় হারিয়েছি বহু অনুভূতি, 

ভালোবাসা, ঈশ্বর, পৃথিবীর আর যত ধাঁধা।