Wednesday, November 16, 2016

পৌরুষ

আমার পৌরুষ আজও অজান্তে আমার অহংকার।  
অজানাই থেকে যাক এইটুকু আকাঙ্ক্ষা হৃদয়ে, 
ছাই চাপা থাক আপাতত পরে নাহয় বিস্তার, 
সজ্ঞানে অহমিকা অবিশ্রান্ত, দৃষ্টিকটু নয়? 

অল্প নেশাগ্রস্ত হয়ে রঙ্গমঞ্চে এবং তারপরে 
অমন্দীভূত হোক প্রবল পৌরুষের প্রবেশ,  
জুটে যাবে অজস্র চাটুকার মৌলাভের তরে। 
অতঃপর বিভ্রান্ত প্রতিপক্ষ, যা ছিল উদ্দেশ। 

নিজেকে ভাঙতাম হয়তো, তারও মাঝে আছে অভিমান 
চিত্তাকর্ষকও বটে, তবে তার যোগ্যতা লাগে 
সামান্যেই যদি হয় কল্পিত মহাপ্রস্থান, 
পরীক্ষার খাতা তবে তোলা থাক দেরাজের তাকে।