Wednesday, August 13, 2014

নিঃশেষের দিন

আমার লেখায় একসময় এক ফ্লেয়ার ছিল 
এখন আমি নিতান্ত ম্যাদানো।  
ছিলাম সেদিন হীরের টুকরো বাচ্চা ছেলে 
এখন হয়েছি বাপ মা খ্যাদানো।  

আমার ঘিলুর উর্বরতা ক্ষণস্থায়ী, 
অনুপস্থিত বলতে লাগে লজ্জা, 
দু কানকাটা হতেও বড্ড সাহস লাগে-  
ভীরুর রক্তে প্লাবিত এই মজ্জা।  

হয়তো এটা তোমার গল্প ভাববে তুমি, 
আমি কোন আপত্তি করবনা। 
মেনেই নিলাম টুকলি করছি তোমার থেকে, 
তাই দিয়ে আর খাতাটা ভরবো না।  

Saturday, August 9, 2014

খেয়ালী

অনুভূতির স্রোত্প্লাবন 
কবির খাতায় নামায় শ্রাবণ  
আধ্যাত্মিক চিন্তাধারা 
তাতেও হয়না বে-সাহারা 
সবচেয়ে কঠিন লেখা হাসির পদ্য 

রামগরুরের ছানার দোস্ত  
হাসতে গেলে সদাই ত্রস্ত 
অভ্যাসেরই হয়েছি যে দাস 
ছটফটিয়ে এপাশওপাশ 
হাসির কথায় ভয়েই মরি অদ্য 

দিব্যি কাটত অঙ্ক কষে 
পদ্যখাতায় ছন্দ ঘসে 
চিত্তে আমি আপনভোলা 
শ্রেষ্ঠ রেখা প্যারাবোলা 
অনন্তেরই ভাবনা শেখায় সদ্য  

তরতরিয়ে চলছি তো বেশ 
নতুন খেলার হিসেবনিকেশ 
দিব্যি খেলছে মাথার ভিতর 
আনন্দে তাই হচ্ছি বিভোর 
শক্তি থাকে আজকে আমায় রোধ তো