Saturday, August 9, 2014

খেয়ালী

অনুভূতির স্রোত্প্লাবন 
কবির খাতায় নামায় শ্রাবণ  
আধ্যাত্মিক চিন্তাধারা 
তাতেও হয়না বে-সাহারা 
সবচেয়ে কঠিন লেখা হাসির পদ্য 

রামগরুরের ছানার দোস্ত  
হাসতে গেলে সদাই ত্রস্ত 
অভ্যাসেরই হয়েছি যে দাস 
ছটফটিয়ে এপাশওপাশ 
হাসির কথায় ভয়েই মরি অদ্য 

দিব্যি কাটত অঙ্ক কষে 
পদ্যখাতায় ছন্দ ঘসে 
চিত্তে আমি আপনভোলা 
শ্রেষ্ঠ রেখা প্যারাবোলা 
অনন্তেরই ভাবনা শেখায় সদ্য  

তরতরিয়ে চলছি তো বেশ 
নতুন খেলার হিসেবনিকেশ 
দিব্যি খেলছে মাথার ভিতর 
আনন্দে তাই হচ্ছি বিভোর 
শক্তি থাকে আজকে আমায় রোধ তো 

No comments:

Post a Comment