যতই না হাতছানি দিয়ে যাক ঝাঁঝালো কোকেন 
আমি সেই বসে থাকি হাতে নিয়ে ফাউন্টেন পেন
স্বপ্ন দেখা ভুলে গেছি তবু চলি আইনের পথে
আমি সেই বসে থাকি হাতে নিয়ে ফাউন্টেন পেন
স্বপ্ন দেখা ভুলে গেছি তবু চলি আইনের পথে
উঠবো না কোনদিন লোভনীয় পুষ্পক রথে 
স্বপ্নময় জীবনের হাতছানি ছায় চারিদিক 
কিন্তু তাকে সইব সে যে গরিবের সাধ্যের অধিক
কিছু লোকে দুয়ো দেয় কিছু লোকে বলে insane
শুনি সব, তাও থাকি হাতে নিয়ে ফাউন্টেন পেন 
কি আশায় খেলাঘর বাঁধে লোকে পাই না তো দিশা 
সবারই তো ফুসফুসে জমে আছে কালান্তক সীসা 
অন্ধকারে ডাক দেয় প্রতি রাতে বনলতা সেন 
আমি তবু বসে থাকি হাতে নিয়ে ফাউন্টেন পেন 
No comments:
Post a Comment