Thursday, July 17, 2014

মধ্যবিত্তের ভাবনা

কলম আজকে চায়না চলতে 
প্রদীপ নিভল, সঙ্গে পলতে 
ভাবনা আজও আগের মতই অতীতগামী ।

ট্রামের গন্ধে তন্দ্রা হারাই,  
প্লেনের শব্দে ছুট্টে পালাই । 
ক্যানভাসেতে স্মৃতির ছবির রঙ বাদামি ।।

শক্ত পোক্ত গোড়ার ঢালাই, 
আড্ডা মারতে কলেজ পালাই;  
মধ্যবিত্তের এমনই হয় সালতামামী ।

তবুও হয়তো যৌবনে ঠিক 
পদ্য লিখব নিয়মমাফিক, 
ভাষার থেকেও ভাবনাতে যা অনেক দামী ।

জমিয়ে সাহস ফেলব ডাকে, 
ই-মেলে - যা মানায় তাকে 
পড়বে তুমি যতই সেসব হোক বেনামি...

No comments:

Post a Comment