Sunday, January 19, 2014

মুক্তি

মুক্ত করে দিলাম তবে ব্যক্ত করা হয়নি 
যুক্ত করে পথের ধারে শক্ত হওয়া সয়নি 
মুক্ত করে দেওয়ার মাঝে বাঁধন তবু প্রস্তুত 
শতেক সতর্কতার পরেও রইলো কিছু দোষ খুঁত  

আঁকড়ে ছিলাম কিসের তরে কিসের ছিল বিভ্রম 
উড়তে দিলেও অচিন পাখি আসবে ফিরে হরদম
আকাশ আলোয় বেড়ায় খেলে মনের যে তাই প্রাপ্য 
খাঁচার ভেতর বন্দী যে সুখ শীঘ্র সে সমাপ্য 

মোহের মায়া প্রেমের পরশ, গভীর হলো সংঘাত 
রণক্ষেত্রে মধ্যপন্থী আঘাত পাই অকস্মাৎ
স্বতন্ত্রতার সমাপ্তিতে  মায়ার জালে বদ্ধ 
ভালবাসা আজকে কেবল যুদ্ধজয়ে লব্ধ 
 

Sunday, January 12, 2014

আমার স্থান

একটা কথা বলতে চেয়ে 
থমকে থামি লজ্জা পেয়ে 
আরষ্টতা গ্রাস করে আজ 
চোখ পাকালো সভ্য সমাজ 

লক্ষ লোকের ভিড়ের মাঝে 
বসন্তরাগ একলা বাজে 
হৃদয়পুরের কুঠির ভেতর 
সুরের নেশায় হয়েছি বিভোর 

 মেঘের সাথে উড়তে বেরই 
বাতাস যেথায় পাচ্ছে না থৈ 
সূর্যকিরণ খায় যে ধোঁকা 
তেজস্বী সে তবুও বোকা 

আমার নতুন ঠিকানাখান 
মুক্তিলাভের প্রথম সোপান 
ধাঁধায় যে তার আটকানো পথ  
খুলবে কেবল তোমার নিকট 


Monday, January 6, 2014

ফেরা

অনেকদিন পাস্তা খাওয়া হলো 
আজকে বরং ভাত খাওয়ার দিন 
পার্মেসান চীজের স্বাদ ঘুচলো 
ওসব কিছুই নেহাত বর্ণহীন 

দূর দেশে যতই ঘুরে ফিরি
মনের ভেতর রয়েছে তুমি বেশ 
তবু করি মিথ্যে হারাকিরি 
এসব আমার ছোট্ট বদভ্যাস 

চিরন্তনী আবেগের কাছে 
ম্লান হয়েছে ক্ষনিকের ছটা
রং বেরঙের প্রলোভন আছে 
তবুও খুঁজি স্নিগ্ধ নীরবতা 


Friday, January 3, 2014

হৃদয়প্রবাহ

ভালবাসতে শিখিনিকো মোটে
প্রকৃত অন্তর হতে আজও 
ভাসিনিকো দুর্নিবার স্রোতে 

হয়ত বলেছি কোনো কথা 
দ্বিধা টুকু ধরে রেখে দিয়ে 
তাই সে তো হলো নীরবতা 
প্রবল বিশ্বাস থেকে যদি 
দৃঢ়তার সাথে ব্যক্ত করি 
হৃদয়প্রবাহ নিরবধি 

সে জোয়ারে ভাসিয়েছি দেহ 
ভবিষ্যত ভাবনাটি ভুলে 
তোমা তরে সপিলাম গেহ 
করি আজ তব স্তবগান 
হে পূজ্য আমার দেবতা 
তোর তরে আকুলিত প্রাণ