Sunday, January 12, 2014

আমার স্থান

একটা কথা বলতে চেয়ে 
থমকে থামি লজ্জা পেয়ে 
আরষ্টতা গ্রাস করে আজ 
চোখ পাকালো সভ্য সমাজ 

লক্ষ লোকের ভিড়ের মাঝে 
বসন্তরাগ একলা বাজে 
হৃদয়পুরের কুঠির ভেতর 
সুরের নেশায় হয়েছি বিভোর 

 মেঘের সাথে উড়তে বেরই 
বাতাস যেথায় পাচ্ছে না থৈ 
সূর্যকিরণ খায় যে ধোঁকা 
তেজস্বী সে তবুও বোকা 

আমার নতুন ঠিকানাখান 
মুক্তিলাভের প্রথম সোপান 
ধাঁধায় যে তার আটকানো পথ  
খুলবে কেবল তোমার নিকট 


No comments:

Post a Comment